জগন্নাথপুরে ১৩ বছর ধরে ভাড়াটে বাসায় মহিলা অধিদপ্তরের অফিস !

12

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সরকারি মহিলা অধিদপ্তরের নিজস্ব কোন অফিস নেই। যে কারণে দীর্ঘ ১৩ বছর ধরে ভাড়া বাসায় রয়েছে মহিলা অধিদপ্তরের অফিস। উপজেলা পরিষদের অদূরে স্থানীয় সি/এ মার্কেট এলাকায় এ অফিসের কার্যক্রম চলছে। প্রতিনিয়ত দুই ব্যাচে ৮০ জন মহিলাকে প্রশিক্ষণ দেয়া হয়। এতে অফিসের নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। যদিও অফিস পাড়ায় সরকারি অনেক ভবন খালি রয়েছে। তবুও আশ্রয় হচ্ছে এ অফিসের। এমন মন্তব্য সচেতন মহলের অনেকের। তারা সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে আরো বলেন, যেহেতু মহিলাদের নিয়ে কাজ করে এ অফিস। তাই মহিলাদের নিরাপত্তায় অগ্রাধিকার ভিত্তিতে অফিস পাড়ার ভেতরে এ অফিসকে দ্রুত স্থানান্তর করা প্রয়োজন।
এ ব্যাপারে ১৫ ডিসেম্বর রবিবার উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ উনু মিয়া বলেন, বিগত ২০০৭ সাল থেকে আমরা এখানে ভাড়া বাসায় অফিস করছি। প্রতি মাসে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে শুরু করে বর্তমানে ৭ হাজার ২শ টাকা ভাড়া দিচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক চেষ্টা করেও অফিস পাড়ায় যেতে পারছি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামীতে যেতে পারবো।