স্বাধীনতা স্মারক

13

মোঃ মিজানুর রহমান

হে স্বাধীনতা স্মারক, স্বাধীনতার স্তম্ভ তুমি,দাড়িয়ে আছো তুমি একা,,
কতদিন কত রাত হয়ে গেলো গত, নাই তোমার সাথে দেখা।।
তোমার বুকে কতো রাত দিন,কাটিয়েছি যে কতো সময়,,
রাতের আঁধারে তোমার বুকে আড্ডাটা বেশ ভালোই হয়।।
ক্যাম্পাসের সবচেয়ে প্রিয় জায়গা তোমার সেই বুকটায়,,
দিনে রাতে সবাই তোমার বুকে মেতে উঠে আড্ডায়।।
ক্যাম্পাসের ভেতর ঢুকতেই পড়ে তোমার চোখে চোখ,,
যতই ভাবি তোমার কথা বাড়তে থাকে আরো শোক।।
আবার আসবো ঠিকি ফিরে আমরা তোমার সেই বুকে,,
ততোদিনে তুমি থেকো চেয়ে আমাদের ফেরার অপেক্ষাতে।।
আমরা আবার দিবো আড্ডা,তোমার সেই আপনজন,,
আমাদের চেয়ে বেশি খুশি হবে তুমি,ফিরে পেয়ে স্বজন।।