মো: আনোয়ার হোসেন ফারুক
বলো দেখি কে সাহসী কার যে সাহস বেশী,
নাদুস নুদুস মোটা দেহ শক্ত যাহার পেশি?
মোটা দেহে বড়ো সাহস যাও’যে এটা ভুলে,
সাহস হলো মনের বিষয় মন’টা ছিলো মূলে।
জগৎজুড়ে সাহস নিয়ে আনলো বিজয় যারা
নাদুস নুদুস মোটা দেহী ছিলো কী যে তারা?
অসীম সাহস ভালোবাসা ছিলো তাদের দীলে
লড়ায়ের মাঠে যায় নি তাদের চমকে পিলে।
বাড়াও তোমার বুকের জমিন মেলো মনের আঁখি
চেয়ে দেখো ধরার বুকে কাজও অনেক বাকি,
বুক জমিনের সাহস নিয়ে সম্মুখপানে ছোটো,
সবার তরে আলোকিত রবি হয়ে ফুটো।
বীরের বেশে যাও ছুটে যাও আনো বিজয় ছিনে
বাঁধো তুমি সব মানুষকে ভালোবাসার ঋণে,
দাও ভাসিয়ে এই জমিনকে সুখ ফোয়ারার বানে,
মুখরিত করো ধরা সাম্য প্রীতির গানে।।