ওসমানীনগর থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে আব্দুছ ছোবহান নামের এক দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানী, অসহায় মানুষের ভূমি দখলসহ জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদী জনতা তার জুলুম নির্যাতনের রিবুদ্ধে ফুঁসে ওঠে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। আব্দুছ ছোবহানের হাতে নির্যাতিতরা মানববন্ধনে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে তার শাস্তির দাবি জানান। এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী তাজুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস চত্তার মইন, ইউপি সদস্য হাসিম আহমদ, কবিরুল হাসান, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, আবুল কালাম আন্টি মিয়া, নজমূল ইসলাম, আব্দুছ ছোবহানের হাতে নির্যাতনের শিকার সায়রা বেগম, প্রবীণ মুরব্বী হাজি আব্দুল জলিল, মাহমুদুর রহমান, হাজি তৈয়বুর রহমান, হাজি আব্দুর নুর, হাজি আতাউর রহমান, হাজী আব্দুর রহিম, সাদিকুর রহমান, সালেহ আহমদ, আব্দুস সালাম ছলই মিয়া, ইউপি বাজারের ব্যবসায়ী ডা: হারিছ উদ্দিন আহমদ, হাছনু মিয়া, সুমন আহমদ, শামসুল হক, ছিদ্দেক আলী, মুহিবুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুল আহাদ, ফরিদ আহমদ, হেলাল আহমদ, শামসুল হক, জাকির আহমদ, রিয়াজ আহমদ ও ডা: জাকারিয়া, স্থানীয় বাসিন্দা আব্দুস সত্তার মসনু, হাজি আয়াস আলী, সাদিক মুনসুর, সুমন আহমদ, রয়িাজ উদ্দিন, হাফিজ সিদ্দিকুর রহমান, আলা উদ্দিন, হাফিজ খলিলুর রহমান, আবুল কালাম চৌধুরী, ইকবাল আহমদ, হেলাল আহমদ, অবন্য বিশ্বাস, বদরুল ইসলাম, তুতিউর রহমান ও কয়েছ আহমদ প্রমুখ।