লালমাটিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, দু’ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

22

স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী মালবাহী ট্রেন দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ ছিল। তবে দীর্ঘ ২ ঘন্টা বন্ধ থাকার পর লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করলে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, শুক্রবার দুপুর ১ টা ৪০ মিনিটে লালমাটিয়া এলাকায় লাইন থেকে সরে যায় মালবাহি ট্রেনের ১৪ নাম্বার বগি। ফলে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। পরে বিকেল ৪ টার পর বগিটি উদ্ধার করে ট্রেন সরিয়ে নিলে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিলেট রেলওয়ে স্টেশন ভারপ্রাপ্ত ম্যানেজার আবু নাছের মো. রাসেল জানান, মালবাহী ট্রেনের ১৪নং বগির চাকা লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ শেষ হওয়ায় রেল যোগাযোগ চালু হয়।