বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন- দেশে ক্রমশই শীতের প্রকোপ বাড়ছে। শীত বাড়ার সাথে সাথে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আমাদেরই আপনজন। সামর্থ্যবানদের সম্পদে অসহায়দের হক রয়েছে। তাই মানবতার আহ্বানে সাড়া দিয়ে অসহায় শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষ একটু উষ্ণতা খুঁজে পাবে।
তিনি বুধবার রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর ভাতালিয়া বিলপার এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এলাকার বিশিষ্ট মুরব্বী জামায়াত নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী রুমেল আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মাওলানা আজিজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা শাকের আহমদ চৌধুরী ও নাসিম সাজ্জাদ প্রমুখ। বিজ্ঞপ্তি