প্রতি বছরের মতো সারা বিশ্বের ন্যায় এবারও সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে ‘‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রবিবার ৭ এপ্রিল এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং রঙিন বেলুন উড়িয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৯-এর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও ডাক্তারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় সভাপতির বক্তব্যে বলেন, উন্নত প্রাথমিক স্বাস্থ্য সেবাই হলো সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল ভিত্তি। সমাজের সকল শ্রেণীর মানুষকে প্রয়োজন অনুসারে যে কোন অবস্থায় মানসম্মত স্বাস্থ্য সেবা দিতে হবে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অর্জিত সাফল্যের ধারা অব্যাহত রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ও এগিয়ে আসতে হবে।
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মো.মনিরুজ্জামান। ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মো. আনোয়ারুল কাদীরের পবিত্র কোরআন তেলাওয়াত ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিকের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিনহা, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জী, গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট ডাবলিউএইচও বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. সুফী, খালিদ বিন লুৎফর, সিলেট উজ্জীবন প্রকল্পের বিভাগীয় কর্মকর্তা জামিল আখাতার। বিশ্ব স্বাস্থ্য দিবসকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য রাস্তায় রিকশা চালকদের মধ্যে টি শার্ট বিতরন করা হয়। বিজ্ঞপ্তি