সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তিক ও এফআইভিডিবি দক্ষ মিডওয়াইফ তৈরীরের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মা ও গর্ভের সন্তানকে মিডওয়াইফরা যতœ সহকারে সেবা প্রদান করেন। প্রসব শেষে সন্তান ও মা যখন সুস্থ থাকেন তখনই মিডওয়াইফরা তাদের কাজের সফলতা প্রমাণ করেন। তিনি বলেন, জ্ঞান অর্জন করে নিজেকে মানব সেবায় নিয়োজিত করে মা ও শিশুর সেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে কাজ করার আহবান জানান।
এডভোকেট লুৎফুর রহমান শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সীমান্তিক ও এফআইডিভি’র যৌথ উদ্যোগে গ্র্যাজুয়েশন মিডওয়াইফারী শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্র্যাক বিশ^বিদ্যালয়ের হেড অব মিডওয়াইফারী এডুকেশন ডাঃ সেলিনা আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল ইউনির্ভাসিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোরশেদ আহমেদ চৌধুরী, মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবীর, ক্যাটারিং এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মোঃ এমএম কামাল ইয়াকুব, ব্র্যাক ও এ্যাডভাইসর ডিএমপির ভাইস চেয়ারম্যান ড. মোস্তফা রাজা চৌধুরী, এফআইভিডিবি’র ডাইরেক্টর মোঃ জাহিদ হোসেন।
বাংলাদেশ বিএমএমসি এর লাইসেন্সিং পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী গ্র্যাজুয়েট মিডওয়াইফ পার্বতী সূত্রধরকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
সীমান্তিকের শিক্ষিকা সাদিয়া আলম আইভী ও এফআইডিভি’র শিক্ষিকা রাণী আক্তার মৌ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্তিকের মহাসচিব মোঃ শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা, উপ-নির্বাহী পরিচালক কাজী মো: হুমায়ুন কবীর, প্রজেক্ট ম্যানেজার মরিয়ম জাহান সোনালী, এফআইভিডিবি’র প্রজেক্ট ম্যানেজার নাঈম আহমদ প্রমূখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সীমান্তিকের ৫ম ব্যাচের শিক্ষার্থী মারজানা আক্তার ও গীতা পাঠ করেন এফআইভিডিবি’র ৫ম ব্যাচের শিক্ষার্থী প্রণসিকা দাশ। বিজ্ঞপ্তি