শীতের কাপড়

27

জিল্লুর রহমান পাটোয়ারী

বিত্তবানরা হও আগুয়ান,
দাঁড়াও দু:খীর মাঝে –
গরীব ওরা বড় অসহায়,
শীতের কাপড় খোঁজে।
অন্ন জোটে না পেটে ওদের,
ওরা যে অসহায়-
শীতের জ্বালায় কষ্ট ওদের,
পায় না কাপড় গায়।
ঠাঁই মেলে না মাথা গোঁজার,
রাস্তা পথে থাকে –
ঘৃণার পাত্র সবার চোখে,
খবর কে তার রাখে।
একটুখানি আদর পেলে,
হতো ওরা ধন্য –
হও আগুয়ান বিত্তবানরা ,
ওদের যে হাত শূন্য।