ধর্মপাশা সংবাদদাতা
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১টি স্টীল বডি ইঞ্জিনচালিত নৌক বোঝাই ১৮০ বস্তা চিনি জব্দ করাসহ ৭ চোরাকারবারিকে আটক করেছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ইকরছড়ি খাল নামক স্থান থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে অপু মিয়া (৩০), একই ইউনিয়নের আন্তরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. রাজন মিয়া (২৫), ভোলাগঞ্জ গ্রামের নুরুল হকের ছেলে মো. কামরুল মিয়া (৩২), নবাবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শামীম (৩১), একই গ্রামের আব্দুল আলীর ছেলে মো. আরিফ মিয়া (২৮), মৃত সুরুজ আলীর ছেলে মুনসুর মিয়া(৩২) ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে মো. মনির মিয়া (২৪)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, সোমবার ভোরে ভারত থেকে চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন পণ্য নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি স্টীলবডি নৌকা বোঝাই ১৮০বস্তা চিনিসহ ৭জনকে আটক করা হয়। তিনি আরো জানান, ওই ৭জন চোরাইকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওইদিন বিকেলেই তাদেরকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।