শাফায়েত হোসেন
চড়ুই পাখি ডানা মেলে
সবুজ পাতার নীড়ে,
পাখপাখালির গান শুনে ঐ
ঢেউ হাসে যায় তীরে।
বকের সারি ঝাঁকে-ঝাঁকে
সাদা রঙে সাজায়,
মৌমাছিরা গুনগুনিয়ে
সুরের বাঁশি বাজায়।
বন -বনানী সবুজ বুকে
আঁকে ইলিশ মাছ,
ফুলে- ফুলে সুবাস মেখে
দাঁড়ায় সবুজ গাছ।
নদীর বুকে ঢেউ খেলে যায়
মাঝির গানে- গানে,
রঙিন নায়ের পালটা হাসে
কচিকাচার প্রাণে।