সামিমা বেগম
শীত এলে ঐ শীত এলো ঐ
শীত এলো এই বঙ্গে
হরেকরকম পিঠা-পুলি
নিয়ে এলো সঙ্গে।
শীত এসেছে তাইতো পোষাক
উঠলো সবার অঙ্গে,
ছেলে-বুড়ো পোষাক পরে
হাঁটছে নানার ঢঙ্গে।
শীত এসেছে বাংলাদেশে
বইছে হিমেল হাওয়া,
গরিব-দুখির কাজ জুটে না
পায় না তারা খাওয়া।
শীত এসেছে ধনী লোকের
দেয়া উচিত ত্রাণ,
একটুখানি গরম কাপড়
বাঁচায় তাদের প্রাণ।