প্রাথমিক বিদ্যালয়ের জন্য হাজার হাজার দৃষ্টি নন্দন ভবন নির্মাণ করেছে আ’লীগ সরকার —মুহিবুর রহমান মানিক এমপি

136

ছাতক থেকে সংবাদদাতা :
সরকারি প্রতিষ্ঠান ও শিল্প মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আ’লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যুগোপযোগি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে এবং দেশের শিক্ষার ভর্তি মজবুত করতে সরকার ও প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ের জন্য হাজার হাজার দৃষ্টি নন্দন ভবন নির্মান করেছে এ আ’লীগ সরকার। এর অংশ হিসেবে ছাতক-দোয়ারায় অসংখ্য দৃষ্টিনন্দন ভবন নির্মিত হয়েছে।
শনিবার দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাটালপুর গ্রামে নব-নির্মিত কাটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলী মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের সাবেক ভিপি ও যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতা আওলাদ আলী রেজা, আ’লীগ নেতা আফজল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ দাশ, এলজিইডি প্রকৌশলী আবুল মনসুর মিয়া, ইউপি সাবেক চেয়ারম্যান আরজক আলী, নিজাম উদ্দিন, সুন্দর আলী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি আ’লীগের সভাপতি মখলিছুর রহমান, সহ-সভাপতি ফারুক সরকুম, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক রইছ আলী, সৌদিআরব মুসনাবাজার যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ ও আছকির আলী, শাহিন চৌধুরী, মখলিছ আলী। এ সময় সাবেক ছাত্রনেতা আবু হানিফা সায়মন, ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আরজ আলী, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাকের রহমান বাবুল, যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, সাংগটনিক সম্পাদক মঞ্জুর আলম, কৃপেশ চন্দ্র, রাসেল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জমসেদ আলম, ভূমিদাতা সদস্য আবদুর রহিম, মাওলানা শামছুর রহমান, মনির উদ্দিন, নুর উদ্দিন আহমদ, তাজ উদ্দিন, বিজিবি সদস্য আবদুল গফুর, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাস্টার ছাইদুল আলম ডালিম, কাটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা রহমান আখি, আয়শা আক্তার, সেলিনা আক্তার, হেনুমা আক্তার, রেনুমা আক্তার ও কল্পনা বেগম, আনজব আলী, সোনাই মিয়া, আবদুল লতিফ, রজব আলী, আজাদ আলী, মনছর আলী, নিজাম উদ্দিন, আবদুল আহাদ, আবদুল ছত্তার, গৌছ মিয়া, মাসুক মিয়া, আবদুল হক, আমির উদ্দিন, জুয়াহির আলী, রজব আলী, ইশফাকুর, মোজাম্মিল, সৈয়দুর, দিলাল, মনোওয়ার, কছির, ছালিমুল্লা, ছমরু, আবুল, আবদুস সালাম, জুয়াদ উল্লাহ, আরজ আলী, আবরুছ আলী, হারুনুর রশিদ, ছাত্রলীগ নেতা নিয়ামত আলী, জাহেদ হোসেন, মাহবুব আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।