জহির খান লায়েকের শূন্যতা পূরণ হবে না – হাসান জেবুল

23

আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএমএ হাসান জেবুল বলেছেন, জহির খান লায়েক জালালাবাদ এলাকার বটবৃক্ষ ছিলেন। তার বিচরণ ছিল সর্বত্র। শুধু সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নয় ধর্মীয় কর্মকান্ডেও তিনি জড়িত ছিলেন। তিনি শুধু পরিবার কিংবা আত্মীয়দের কাঁদিয়ে যাননি। তার পরিমন্ডলকে কাদিয়ে চলে গেছেন। তার মৃত্যুতে সবাই বুঝতে পেরেছে তিনি কি ছিলেন। তার বিচরণ যে কত বড় পরিসরে ছিল তা আজ আমরা বুঝতে পেরেছি। জহির খান লায়েকের এই শূন্যতা পূরণ করার নয়।
সোমবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও কিন্ডারগার্টেন শাখার সাবেক সহ-সভাপতি মরহুম জহির খান লায়েক স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জহির খান লায়েকের ছোট ভাই জাহিদ খান সায়েক, জামাতা শেখ সাব্বির আহমদ, গভর্ণিং বডির সদস্য আব্দুল মজিদ, মুহিবুর রহমান, সমাজসেবক এম এ খান শাহীন, স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক হেলাল উদ্দিন ও আব্দুর রকিব মানিক।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, জহির খান লায়েকের ছেলে তাওহীদ খান লায়েক, নিকটাত্মীয় হাসনাত এলাহী চৌধুরী, জয়নাল আবেদীন, সাইফুল আলম, এমাদ ও সাইফুল আলম স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। বিজ্ঞপ্তি