স্টাফ রিপোর্টার :
নগরীর সোবহানীঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত বুধবার বেলা পৌনে ১২ টার দিকে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম, মো: নুর উদ্দিন (২৫)। সে কানাইঘাট থানার মালিগ্রামের মো: শফিকুল হকের পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি সিলেট এর কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট এলাকার হাজী সোনাই মিয়া কমপ্লেক্স এর মেসার্স সুগন্ধা পার্সেল সার্ভিস নামক প্রতিষ্ঠানের সামনে অভিযান চালিয়ে চোরাকারবারি মো: নুর উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১,৯২৫ পিস Skin sunlight, ৪,১৭০পিস Myfair cream, ১৬,৫৫০ পিস Betnovate-N, ৩,৭৮০পিস Wood wards, ১টি কাভার্ড ভ্যান, ২টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার ও জব্দ করে র্যাব-৯। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫-ডি ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামতসহ এসএমপি-সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।