অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ১২ ফেব্র“য়ারী সোমবার সিলেট জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি পেশ করেছেন গোয়াইনঘাট সালুটিকর এলাকাবাসী। তারা স্মারকলিপিতে উল্লেখ করেন চেঙ্গেরখাল নদীতে বোমা মেশিন দিয়ে সরকারী কোনো অনুমতি ছাড়াই প্রতিদিন কিছু অসাধু লোকে অবৈধভাবে বালু উত্তোলন করিতেছে। এতে আমাদের নদী পাশর্^বর্তী ভূমি নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়ে গেছে। পাশাপাশি সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এইভাবে সরকারী সম্পত্তি লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কোন ব্যবস্থা না করায় আমরা আশঙ্কায় আছে যে কোন সময় নদী ভাঙ্গনের শিকার হতে হয়। তাই সরকারের কাছে আমাদের আহবান অতি সত্ত্বর এই বোমা মেশিন বন্ধ করে আমাদেরকে রক্ষা করবেন। বিজ্ঞপ্তি