আয়শা সাথী

13

কালের প্রতিদান :

মিথ্যে মায়ার আদলে দান করেছিলে কষ্ট,
চুপ হয়ে সয়েছি শুধু,
কৈ, কোন প্রতিবাদ কি করেছি স্পষ্ট?

আবেগী ক্ষণগুলোর পরিণামে অপমান;
অভিযোগ তো করিনি কিছু,
কখনো কি চেয়েছি একবিন্দু প্রতিদান?

বিশ্বাসের শেকড়ে রক্তাক্ত ছুড়িকাঘাত;
নির্বাক হয়েছিলাম শুধু,
ঠকিয়েছ বলে করেছিলাম কি প্রতিবাদ?

স্বপক্ষে হতে সাবিত্রী যত মিথ্যা দোষারোপ;
দোষ যত মেনেছি নিজের,
গিয়েছি কি কভু প্রমাণ করিতে আরোপ?

নিশ্চুপ নিরবতা, সকল দমবন্ধ আর্তনাদ ;
বেঁচে থেকেও মরেছি নিত্য,
বিনিময়ে বিনিময় করিনিতো ঘাত-প্রতিঘাত।

অসীম প্রেমে প্রতিদানে কভু পাইনি প্রাপ্য;
নিশ্চুপ-নির্বাক-নিস্পলক রয়েছি,
ভেবেছিলে আমিতো নিছক সহজলভ্য।

তবে কেন আজি তব অব্যক্ত আফসোস?
নিয়তির গোলক ধাঁধায় কি পথহারা,
নাকি বিধাতার ফিরতি সুদাশল সম রোষ?