রসের হাড়ি

83

কাব্য কবির

শীতের দিনে রসের হাড়ি
দেখি খেঁজুর গাছে,
হাড়ির উপর বসে দেখি
দোয়েল, শ্যামা নাচে।

হাড়ি ভেতর রস যে পড়ে
দেখি আমি টুপটাপ,
রসের ঘ্রাণ পেয়ে আমি
থাকি কি আর চুপচাপ??

গাছ থেকে নামিয়ে হাড়ি
লুকিয়ে রস খাইরে,
খেঁজুরের রস খেয়ে আমি
খুবই মজা পাইরে।