মোঃ আরিফ হোসেন
নিশিরাতে সবাই যখন
ঘুমের ঘরে থাকে
আমায় তখন চাঁদ মামাটা
বারে বারে ডাকে।
বলে এসে চুপে চুপে
গাঁয়ের সাথে লেগে
তাহাজ্জতের সময় হলো
ওঠো এবার জেগে,
এই পৃথিবীর মালিক যিনি
করতে স্মরণ তাকে,
নিশিরাতে সবাই যখন
ঘুমের ঘরে থাকে।
ঈমান আমল খাঁটি করো
খোদার পথে ছুটে,
দ্বীনের রশি আঁকড়ে ধরে
রহমটা নাও লুটে,
যেমনি করে মৌমাছিরা
ফুলের মধু ছাঁকে,
নিশিরাতে সবাই যখন
ঘুমের ঘরে থাকে ।