একবার নিরলে

70

মিজানুর রহমান মিজান

ভাবলে একবার নিরলে
হৃদয় কপাট যায় খোলে
জলের বুকে যায় না লেখা।।

আসা যাওয়ার এই ভবে
ক’দিনের নাইওরী রবে
যে ক’দিন আছে অদৃষ্টের লেখা।।

জীব জন্তু সবাই মরে
বৃক্ষলতা বিলীন ওরে
পাহাড় ভেঙ্গে গর্ত হয় তা দেখা।।

নিত্য নিত্য আসে পরিবর্তন
সাহস শক্তি সকল নির্মোচন
জল গড়ায় নীচে, আছে আঁকা।।

লাইনে চলে রেলগাড়ি
একের পর এক বগি জুড়ি
নাই ব্যতিক্রম আছে রাখা।।