সংরক্ষিত আসনে আ’লীগের ফরম বিক্রি শুরু মঙ্গলবার

44

কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সর্বোচ্চ নীতি নিধারণী ফোরামে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপ্রত্যাশীরা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা পর্যন্ত আগ্রহীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে।
একাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত বুধবার তার দলের চারজন প্রার্থীর তালিকা স্পিকারের কাছে পাঠিয়েছেন।