সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, খেলাধূলা মানসিক আনন্দ প্রদান ছাড়া দৈহিক বৃদ্ধি এবং শারীরিক সুস্থতার অন্যতম উৎস। খেলাধূলার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার, সিনিয়র-জুনিয়রদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি হয়। তাই ক্রীড়াঙ্গনে আইনজীবীদের অংশগ্রহণ নিসন্দেহে এক উদারতা, শৃঙ্খলাবোধ ও মিলনমেলার ক্ষেত্র। বিশেষ করে ক্রীড়াঙ্গনই হলো শৃঙ্খলাবোধের সূতিকাগৃহ। এই খেলাধূলা যেমন জীবন দেহ মন সুস্থ রাখে, তেমনি খেলাধূলার মাধ্যমে সমষ্টি চেতনার উন্মেষ ঘটে। টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, খেলাধূলা থেকে শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে সকলে মিলেমিশে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতিতে অবদান রাখতে হবে।
তিনি গতকাল ১২ জানুয়ারি শনিবার এমসি কলেজ মাঠে সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এবং ল’ইয়ার্স ফুটবল ফ্যানস আয়োজিত আইনজীবী প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা আইনজীবী সমিতির ৫টি বারের আইনজীবীগণের সমন্বয়ে ৬টি দল নিয়ে সারা দিনব্যাপী এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা বারের সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো-১ নং বার হলের দুরন্ত একাদশ, ২নং বার হলের সুরমা সুপার ঈগল ও সোনার বাংলা ফুটবল টিম, ৩নং বার হলের টাইগার ইলেভেন, ৪নং বার হলের ফোর ইলেভেন সুপার স্টার এবং ৫নং বার হলের দুর্বার স্পোর্টিং ক্লাব।
সকাল সাড়ে ৮টায় উদ্বোধন হয়ে দিনব্যাপী টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, ১নং বার হলের দুরন্ত একাদশের টিম ম্যানেজার এডভোকেট অশোক পুরকায়স্থ, ২নং বার হলের সুরমা সুপার ঈগলের টিম ম্যানেজার এডভোকেট আতিকুর রহমান শাবু ও সোনার বাংলা ফুটবল টিমের ম্যানেজার এডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, ৩নং বার হলের টাইগার ইলেভেনের টিম ম্যানেজার এডভোকেট এ.টি.এম. ফয়েজ, ৪নং বার হলের ফোর ইলেভেন সুপার স্টারের টিম ম্যানেজার মো. নিজাম উদ্দিন এবং ৫নং বার হলের দুর্বার স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার এডভোকেট মো. মনির উদ্দিন, আয়োজক কমিটির সদস্য এডভোকেট নিজাম উদ্দিন আহমদ, এডভোকেট এ.কে.এম. সামিউল আলম, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, এডভোকেট হুমায়ুন কবীর বাবুল, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, এডভোকেট দিলীপ কুমার কর, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, এডভোকেট আব্দুল মজিদ খাঁন মানিক, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট মো. এমদাদুল হক, এডভোকেট বদরুল আলম চৌধুরী, এডভোকেট মো. ফখরুল ইসলাম, এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, এডভোকেট মো. মিছবাউর রহমান আলম, এডভোকেট মো. আজমল আলী, এডভোকেট বিজিত লাল তালুকদার, এডভোকেট মো. গিয়াস উদ্দিন, এডভোকেট মো. সাজ্জাদুর রহমান চৌধুরী। এছাড়া জেলা বারের বিভিন্ন পর্যায়ের আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩নং বার হলের টাইগার এলিভেনকে ২-০ গোলে হারিয়ে ৫ নং বার হলের দুর্বার একাদশ বিজয়ী হয়।
শনিবার সকালে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম খেলায় দুরন্ত একাদশ মোকাবেলা করে সুরমা সুপার ঈগলের। এ খেলায় ১-০ গোলে সুরমা সুপার ঈগল জয়লাভ করে। দ্বিতীয় খেলায় সোনার বাংলা ফুটবল টিম মোকাবেলা করে দুর্বার স্পোর্টিং ক্লাবের। এই খেলায় দুর্বার ২-০ গোলে জয় পায়। অপর খেলায় ফোর ইলেভেন মোকাবেলা করে টাইগার ইলিভেনের। খেলাটি ২-২ গোলে ড্র হয়।
টুর্নামেন্টের সেমিফাইনালে দুর্বার স্পোর্টিং ক্লাব মোকাবেলা করে সুরমা স্পোর্টিং ক্লাবের। এতে দুর্বার স্পোর্টিং ১-০ গোলে জয় পায়। দ্বিতীয় সেমিফাইনালে টাইগার ইলেভেন মোকাবেলা করে ফোর ইলেভেনের। এই খেলায় টাইগার ইলেভেন ১-০ শূন্য গোলে জয়লাভ করে। টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার পান এডভোকেট এসএম ফয়সল আহমদ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আক্কাস উদ্দিন আক্কাই, সহকারী বেফারির দায়িত্বে ছিলেন মো. গিয়াস উদ্দিন গিয়াস ও শামীম আহমদ।
টুর্নামেন্ট সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি