স্টাফ রিপোর্টার :
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ এক চোরা কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চৌকিদেখি এলাকার লাক্কাতুরা চা বাগানের গেইটের সামন থেকে প্রায় ২৭ লাখ টাকার ঔষধসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরাকারবারি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ালবাজার উত্তর রাজনগর গ্রামের খোরশিদ আলীর পুত্র আল মারজান আবুল (২০)। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূঁইয়া, এসআই শাওন মাহমুদ অপু, এএসআই সঞ্জয় চন্দ্র দেসহ অন্যান্য ফোর্স।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সারোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আমদানির বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। ওই সূত্র ধরে বুধবার ভোর ৫টা থেকে এয়ারপোর্ট থানার চৌকিদেখি বাশবাড়ী লাক্কাতুরা টি এস্টেটের মেইন গেইটের সামনে এয়ারপোর্ট টু সিলেটগামী পাকা রাস্তার উপর তারা অবস্থান নেন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে চোরাই মালামালসহ আবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাইক্লোফেনাক সোডিয়াম এন্ড প্যারাসিটামল ট্যাবলেটস আইপি ডিক্লো-এম ৭ কার্টন, সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড আইপি প্র্যাক্টিস সিরাপ ২ কার্টুন ও পাইরামাল এন্টারপ্রাইজেস লিমিটেড সারিডন ৪ কার্টন। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ২৬ লাখ ৭৪ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ঔষধ (ভারতীয় পণ্য) চোরাচালানের মাধ্যমে সিলেট জেলার জৈন্তাপুর গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা করা হয়েছে। এ চোরাচালানের সাথে আরও অনেকেই জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।