সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সরকার শীতার্ত মানুষের পাশে সব সময় আছে। হত দরিদ্র অসহায় মানুষের কল্যাণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের যাতে কোন কষ্ট না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী সচেষ্ট। আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় আসে সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি হয়। তিনি সিলেট-৩ নির্বাচনে এলাকার উন্নয়নে সকলে সহযোগিতা কামনা করেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি গতকাল ১১ জানুয়ারী শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন ও উপস্থিত থাকেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়, শিক্ষা অফিসার রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, হাজী আব্দুস সাত্তার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তপন কান্তি ঘোষ, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আলী, আশিক আলী, শানুর মেম্বার, আকবর আলী মেম্বার, সুরমান আলী, নজির আলী নজই প্রমুখ। বিজ্ঞপ্তি