স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে মো: সমছু মিয়া নামের এক ব্যক্তিকে অপহরণের দায়েরকৃত মামলায় ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫ টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার আফছর নগর (শ্রীপুর) থেকে ভিকটিম উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার ছাতক থানার খিদিরপুরের (ভিদ্রা) মৃত ওয়াব আলীর পুত্র মোঃ বেলাল উদ্দিন (৩৯) এবং দোয়ারাবাজার থানার আফছর নগর (শ্রীপুর) গ্রামের মৃত সোনাউল্লার পুত্র মোঃ আজমান আলী (৬০)।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার আফছর নগর (শ্রীপুর) গ্রামে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার ১৫ (২৩-১১-১৭) নং দায়েরকৃত মামলায় অপহরণকারী মোঃ বেলাল উদ্দিন ও মোঃ আজমান আলীকে গ্রেফতার করে। এ সময় অপহরণকারী আজমান আলীর বাড়ি থেকে অপহৃত মো: সমছু মিয়াকে (৪০) উদ্ধার করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় আসামীদ্বয় নিজের দোষ স্বীকার করে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে স্বেচ্ছায় ফৌজধারী কার্যবিধির আইনের ১৬৪ ধারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। পরে পুলিশ আদালতের নির্দেশে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করেছে বলে এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানিয়েছেন।