কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা গুরুতর আহত

23

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউপির ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার বিকেল ২টায় গুরুতর আহত হয়েছেন। এঘটনায় আহত বশির উদ্দিন মেম্বারের ছেলে আজাদুর রহমান বাদী হয়ে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী হাফিজ মজুমদারের পক্ষে নির্বাচনী কাজ করতে গিয়ে গড়াইর গ্রামের ওয়ার্ড আ’লীগের সভাপতি বশির উদ্দিন মেম্বারের সাথে প্রতিবেশি মৃত হবিবুর রহমানের পুত্র আমিন উদ্দিন গংদের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে আমিন উদ্দিন ও তার পুত্র রাসেল আহমদ বশির উদ্দিন মেম্বারকে স্থানীয় মানিকগঞ্জ বাজার থেকে বাড়ী ফেরার পথে গতকাল বৃহস্পতিবার বিকাল অনুমান ২টার দিকে তার উপর অতর্কিত হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। আহত বশির উদ্দিনের আর্তচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগন তার জখম গুরুত্বর হওয়ায় সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। অভিযোগ দায়েরের পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আ’লীগ নেতা বশির উদ্দিনের পুত্র আজাদুর রহমানের অভিযোগ তার পিতার উপর হামলাকারী আমিন উদ্দিন ও তার পুত্র রাসেল বিএনপির রাজনীতির সাথে জড়িত।