মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও উন্নয়ন মেলা সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর হারুনুর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা সহকারি আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল কালাম পাবেল, শিক্ষক সালেহা পারভীন প্রমুখ। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। এ সময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, শুধু বিশেষ দিনে নয়, জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে লালন করতে চাই। এ জন্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং স্বদেশ প্রেমে উদ্বুদ্ভ হয়ে একটি সুখি ও সমৃদ্ধশালি বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এদিকে-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক ভাবে র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, আ’লীগ নেতা আকমল খান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কলকলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম-আহবায়ক কামরান আহমদ প্রমুখ।
এ সময় সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আ’লীগ নেতা জিল্লুর রশীদ লিল, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূঁইয়া, জীবন গোপ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, এম শামীম আহমদ, শহিদুল ইসলাম, রাজিব চৌধুরী বাবু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।