বৃহত্তর ধরাধরপুর ও রায়ের গ্রাম এলাকাবাসীর সাথে এলাকার জলাবদ্ধতা নিরসন, সরকারী খাল দখলমুক্ত করণ, ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের নিরাপদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যবস্থা গ্রহণ শীর্ষক মতবিনিময় সভা বুধবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে ধরাধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃহত্তর ধরাধরপুরবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকার ইতিমধ্যে ঘরবাড়ি নির্মাণে আইন তৈরী করেছে। সচেতনতার মাধ্যমে সবাইকে জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে। পানি চলাচলের প্রতিবন্ধকতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দক্ষিণ সুরমার দখলকৃত খালগুলো উদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে সুধীমহলকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের যাতায়তে কোন ব্যাঘাত যাতে সৃষ্টি না হয়ে সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সভায় বক্তাদের দাবীর জবাবে বলেন, ঐতিহ্যবাহী রতœখাল রায়েরগ্রাম থেকে গোপাট পর্যন্ত ও বরইকান্দি সুরমা ডাউক থেকে আহমদপুর তেলীবাজার খাল খননের আশ^াস প্রদান করেন। টেকনিকেল রোড ইভটিজিং বিষয়টি পুলিশের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন আহমদের সভাপতিত্ব ও সদস্য কামাল উদ্দিন রাসেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদা খাতুন রেখা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, সদস্য ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আব্দুস সালাম মর্তু, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি খলিলুর রহমান, স্কুল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পরিচালনা কমিটির সদস্য হাজী জয়নাল আহমদ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী জহির মিয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির গোলাম মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরান তেতলী জামে মসজিদের মোতাওয়াল্লী সুরুক আহমদ চৌধুরী, প্রবীণ হাজী আবুল বশর, আব্দুর মছব্বির, হুসোন আলী হোসেন, শফিক মিয়া, ফখরুল ইসলাম, অভিভাবক কমিটির সদস্য জামাল উদ্দিন, সালমা বেগম, রুবি বেগম, নাজমা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা জাফরিন চৌধুরী, শিক্ষিক পদ্মা রাণী দে, আয়েশা সুলতানা, রওশনারা শিউলী, জেসমিন আক্তার, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সানি, কয়েছ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি