অবৈধ জেলেদের আগ্রাসনে বৈধ কার্ডধারী জেলেরা স্বাভাবিকভাবে মাছ শিকার করতে পারছেন না। তাছাড়া সুরমা নদীর ৬/১ খন্ডে জবর দখলসহ গোয়ালী ছড়ার মুখ থেকে হেতিমগঞ্জ বারণী খালের মুখ পর্যন্ত নদীতে বাঁশ দিয়ে ঘের তৈরি করে অবৈধভাবে মৎস্য শিকার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক বরাবরে প্রেরিত এক স্মাকলিকলিপিতে এমন অভিযোগ করেন বৈধ কার্ডধারী জেলেরা। বৈধ মৎস্যজীবীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন কুশিয়াঘাট নোয়াবস্তির মো. লাল মিয়া। মৎস্যজীবীরা মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। বিজ্ঞপ্তি