গতকাল বৃহস্পতিবার ব্যতিক্রম আয়োজনে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের উদ্যোগে ‘জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০১৮’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো। দিনব্যাপী অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে সমধুর কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের সুরে সুরে দর্শক-শ্রোতাদের বিমোহিত করে হিফযের ক্ষুদে শিক্ষার্থীরা। কুরআনের সুর লহরি প্রাণে প্রাণে সাড়া জাগায়, উচ্চসিত করে হাফিযিয়া মাদরাসার ছাত্র, শিক্ষকসহ উপস্থিত সুধীম-লীকে।
বিশিষ্ট আলোচক ও উপস্থাপক মাওলানা বেলাল আহমদের উপস্থাপনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনঈম মন্জলালী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, এমএইচ স্কুল অব এক্সেলেন্সের প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নোমান, ভাদেশ্বর হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আব্দুল কাইয়ূম, ফুলতলী লতিফিয়া এতিমখানা হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিয আশিকুর রহমান, গোলাবশাহ হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিয তাজুল ইসলাম, গিয়াসনগর হাফিযিয়া মাদরাসা, মৌলভীবাজার এর শিক্ষক হাফিয আব্দুর রশিদ, মুসলিমাবাদ হাফিযিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিয ফাতির আহমদ, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরী সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ প্রমুখ।
পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (র.) ডি এস পনাউল্লাবাজার হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিয মো. আব্দুল কাদির, খাশিলা শফিকুল ইসলাম হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিয মো. সৈয়দুর রহমান, কলাবাগান লতিফিয়া হাফিযিয়া মাদরাসা সুরমা হাফিয মো. আব্দুন নূর ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফযুল কুরআন মাদরাসা বিভাগের শিক্ষক হাফিয আবূ সাঈদ মো. সেলিম। বিজ্ঞপ্তি