সোমা মুৎসুদ্দী
শরৎ এলো সাথে নিয়ে,
সাদা মেঘের ভেলা।
মন বসে না আজ পড়াতে,
খেলবো শুধুই খেলা।
কানামাছি গোল্লাছুট আর,
করবো ছুটোছুটি।
আমায় দেখে শরৎ মেঘও,
হেসেই লুটোপুটি ।
বছর ঘুরে এই শরৎ এ,
এলো পূজোর ছুটি।
পাড়ায় পাড়ায় দেখবো ঠাকুর,
বন্ধুরা সব জুটি।
শরৎ এসে জানায় আমায়,
পূজোর আমন্ত্রণ।
এই শরৎ এই রাঙ্গিয়ে তুলি,
কাশের দোলায় মন।