শরৎ এর আমন্ত্রণ

25

সোমা মুৎসুদ্দী

শরৎ এলো সাথে নিয়ে,
সাদা মেঘের ভেলা।
মন বসে না আজ পড়াতে,
খেলবো শুধুই খেলা।
কানামাছি গোল্লাছুট আর,
করবো ছুটোছুটি।
আমায় দেখে শরৎ মেঘও,
হেসেই লুটোপুটি ।
বছর ঘুরে এই শরৎ এ,
এলো পূজোর ছুটি।
পাড়ায় পাড়ায় দেখবো ঠাকুর,
বন্ধুরা সব জুটি।
শরৎ এসে জানায় আমায়,
পূজোর আমন্ত্রণ।
এই শরৎ এই রাঙ্গিয়ে তুলি,
কাশের দোলায় মন।