আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
উন্নয়ন ও সমৃদ্ধির অব্যাহত অগ্রযাত্রায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনন্য সাফল্যে ছাতকে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, রাষ্ট্র নায়ক হিসেবে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেই জাতীয় সংসদ নির্বাচনে জনগনের এ বিশাল বিজয়। এ বিশাল বিজয়ে জনগণের মাঝে বিশাল প্রত্যাশারও সৃষ্টি হয়েছে। সরকার জনগনের প্রত্যাশা পূরণে প্রতিশ্র“তিবদ্ধ। বিএনপি তথা বিগত জোট সরকারের সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সরকারের ভিতরে হাওয়া ভবন নিয়ন্ত্রণাধীন আরেকটি সরকার ছিল। ওই হাওয়া ভবন থেকে দেশ ধংসের সকল যড়যন্ত্রের ছক আঁকা হতো। ২১ আগষ্টের গ্রেনেড হামলা, শাহজালাল (রহ.) মাজারে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর বোমা হামলা এবং সাবেক অর্থমন্ত্রী এসএম কিবরিয়া, আহসান উল্লাহ মাষ্টারসহ দেশের ২৬ হাজার নেতা-কর্মী হত্যা করেছে হাওয়া ভবনের প্রধান তারেক রহমান। বিগত ১০ বছরে দেশকে কলংকিত করতে বিভিন্নভাবে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে বিএনপি-জামায়াত। পাকিস্তানী আইএস’র প্রেসক্রিপশনে এ দেশে বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। দেশের জনগণ জিয়া পরিবারকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। রাজনীতির সুস্থ ধারায় ফিরে আসার আহবান জানিয়ে হানিফ বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে না এলে জনগণ ও রাজনীতি থেকে আরো ছিটকে পড়বে বিএনপি। বরেণ্য অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, নতুন সরকার ইতিমধ্যে ছাতক-দোয়ারার মানুষের জন্য আশির্বাদ স্বরূপ ৯টি সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে। আগামী দু’ বছরের মধ্যেই এ অঞ্চলের মানুষের কাংখিত ছাতক-সুনামগঞ্জ রেল পথ চালু করা হবে। পরবর্তীতে এ রেল পথ সংযুক্ত হবে রাজধানীর সাথে। এরই মধ্যে সুনামগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল ও শান্তিগঞ্জে কারিগরী মহাবিদ্যালয় নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে। ছাতকে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হলে সরকারী সহযোগিতার সকল ব্যবস্থা নেয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি কৃতজ্ঞচিত্তে বলেন, এ সমাবেশ কোন ব্যক্তিকে সংবর্ধনা দেয়ার সমাবেশ নয়-যারা নির্বাচনে বিশাল বিজয়ে ভূমিকা রেখেছেন তাদেরকেই সংবর্ধনা দেয়ার জন্য এ সমাবেশ। বর্তমান শেখ হাসিনা সরকার শহরের সাথে গ্রামের উন্নয়নের দূরত্ব কমিয়ে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন, ছাতক পৌরসভাসহ ছাতক-দোয়ারার উন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল শনিবার দুপুরে ছাতক সরকারী মডেল হাইস্কুল মাঠে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক প্রমুখ।