সিসিকের বকেয়া বিল আদায় অভিযান অব্যাহত

21

সপ্তম দিনেও হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিল বোর্ড বাবত বকেয়া বিল আদায়ে অভিযান চালিয়েছে সিসিক। মঙ্গলবার সকালে সিসিকের হিসাব কর্মকর্তা আ ন ম মনসুফের নেতৃত্বে নগরীর চৌহাট্ট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়। এনিয়ে গত ৭ দিনে প্রায় ৩৩ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে। অভিযান শেষে সিসিকের হিসাব কর্মকর্তা আ ন ম মনসুফ জানান, “ইতোমধ্যে নগরীর ২৭টি ওয়ার্ডে গ্রাহকদের কাছে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিল বোর্ড বাবত বকেয়া পরিশোধ করতে নোটিশ, মাইকিং করে অভিযানের বিষয়টি অবহিত করা হয়েছে। ফলে বিলখেলাপিরা নগর ভবনে এসে বিল পরিষোধ করছেন। ধারাবাহিক অভিযানে সফলতা আসছে বলেও জানান সিসিকের এই কর্মকর্তা। তিনি জানান, বকেয়া বিল আদায় না হওয়া পর্যন্ত অভিযান অভ্যাহত থাকবে বলে জানায় সিসিকের কর্মকর্তারা।