সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনাভাইরাস এর মহামারিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের প্রায় দের শতাধিক হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে কুলঞ্জ ইউনিয়ন উন্নয়ন ফোরাম। সংগঠনটি এ পর্যন্ত ইউনিয়নের হাতিয়া, সুরিয়ারপাড়, কুলঞ্জ, তেতৈয়া, আকিলশাহ, নাচনী, বরইতিয়র, ধাইপুর, বোয়ালিয়া, ধীতপুর, ধাইপুর, ভাইটগাও, দঃসুরিয়ারপার, গলিশাল, সুয়াতিয়র, রাড়ইল, তাতারাপাশা, টংগর, জারলিয়া, পিতাম্বপুর গ্রামের হতদরিদ্রদের পাশা উপহার সামগ্রী নিয়ে দাঁড়িয়েছ।
সংগঠনের উপদেষ্টা লন্ডন প্রবাসী মোঃ মিলিক মিয়া চৌধুরী, ব্যারিস্টার আব্দুল মাজিদ তাহের, মোহাম্মদ লেচু মিয়া, ফয়সল চৌধুরী, মালয়েশিয়া প্রবাসী মুবিন খান, দুবাই প্রবাসী নেছার উদ্দিন এ কার্যক্রমে অর্থ সহায়তা প্রদান করেন।
কুনঞ্জ ইউনিয়ন উন্নয়ন ফোরাম সভাপতি আবু সালেক, সাধারণ সম্পাদক জাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগির কবির, অর্থ সম্পাদ জাকারিয়া আহমেদ, ধর্ম সম্পাদক রাজন মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক কামরুল হাসান রাব্বি, নির্বাহী সদস্য আমির হোসেন, হিফজুর চৌধুরী, সোহাগ মিয়া, নাফিজ ইকবাল সালেহ এ কার্যক্রম পরিচালনা করছেন। আগামী দুই দিন তারা ইউনিয়নের অন্যান্য গ্রামে এ কার্যক্রম পরিচালনা করবেন।