জগন্নাথপুরে বিদ্যালয় নির্মাণের স্থান পরিদর্শন

44

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের স্থান পরিদর্শন করলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। এতে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই-হাবিবনগর গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। এর মধ্যে অনেক শিশু দুরের স্কুলে গিয়ে লেখাপড়া করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হয়ে আসছে। অবশেষে গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় নির্মাণের স্থান নির্ধারণ করা হয়।
এদিকে-গ্রামবাসীর সাথে এগিয়ে আসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। ৯ জানুয়ারি বুধবার বিদ্যালয় নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন। এ সময় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্র“চাই মারমা, যুক্তরাজ্য প্রবাসী আবদুন নুর, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, হাবিবনগর গ্রামের মুরব্বী হাজী ফয়াজ উল্লাহ, ব্যবসায়ী সামছুল ইসলাম রানা, সৈয়দ জিতু মিয়া, ছুরত মিয়া, সিরাজ মিয়া, সুজাত খান, আব্দুল গনি, সাইফুর রহমান, মইন উদ্দিন, নিরঞ্জন কর, রানু মিয়া সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।