বিশ্বনাথে বাসিয়া নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

24
বিশ্বনাথ পুরান বাজারস্থ গরু হাটার পার্শ্বে বাসিয়া নদীর পারে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হচ্ছে।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথ পুরান বাজারের গরু হাটা সংলগ্ন বাসিয়া নদী তীরে নতুনভাবে গড়ে তোলা জাহার গাঁওয়ের তহশীল খাঁর একটি স্থাপনা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে থানা পুলিশের এসআই লিটন রায়, এসআই আপ্তাবুজ্জামান রিগ্যানসহ একদল পুলিশ নিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।
জানা গেছে, বিশ্বনাথ পুরান বাজারের গরু হাটা সংলগ্ন তহশীল খাঁর একটি কলোনী রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে কলোনীর পেছনে রাতের আধাঁরে তহশীল খাাঁর ছেলে ইশতিয়াক খাঁ ও মোস্তাক খাঁ দালান কোঠা নির্মাণ করছিল। নদী তীরে সরকারি জায়গায় নতুন করে স্থায়ীভাবে দালাক কোঠা নির্মাণ করায় গতকাল তাদের ওই স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার সঙ্গে ছিলেন বিশ্বনাথ ইউনয়িন ভূমি সহকারী কর্মকর্তা নির্মাল পাল চৌধুরী, সার্ভেয়ার শেফালী আক্তার, অফিস-সহকারী নুরুল ইসলামসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।