হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন থামছে না। উপজেলার প্রতিটি নদ-নদী ও ছড়া থেকে প্রতিনিয়ত অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে করে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকার রাস্তা-ঘাট ও ফসলি জমি। এছাড়াও ট্রাক-ট্রাক্টরযোগে অপরিকল্পিতভাবে বালু পরিবহনের ফলে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ।
গত সোমবার দুপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ধুলিয়াবরা এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। যার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। অভিযানকালে ইজারা বহির্ভূতভাবে বালু উত্তোলনের অভিযোগে শফিক মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ৪ হাজার ঘনফুট বালু জব্দ এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
স্থানীয়রা বলছেন, শুধু ধুলিয়াবরা-ই নয়, আহম্মদাবাদ, গাজীপুর ও সাটিয়াজুড়ি ইউনিয়নসহ আরো অন্তত অর্ধশতাধিক স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এসব এলাকায়ও অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোন ছাড় নেই। এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।