সেলিম সিকদার
বছরের প্রথম দিনেই পেয়েছি
হাতে নতুন চোখ।
পাঠশালাতে বইছে কচি প্রাণের
আনন্দের হৈ-চৈ।
থাকবো – না আঁধার ঘরে,
দেখবো আলো দু’চোখে।
মিটি মিটি করবে জ্ঞানের আলো
নতুন চোখের প্রতিটি পাতায় ।
কতই স্বপ্ন আঁকবো খাতায় !
খুশির দোলা দুলছে মনে,
পাঠশালাতে যাবে জ্ঞান অর্জনে ।
আমরা সবাই পাঠশালাতে যাই
সুশিক্ষা লাভ করতে চাই।
পালাক্রমে সুশিক্ষা করবো আর্জন
ম-বাবার স্বপ্ন এবার
করবো সমাপন।
আমরা ফুটাবো,
ওই সবুজ ঘাসের বুকে
রাশি রাশি হাসি
ও পল্লী জননী
আমি তোমায় ভালোবাসি।