রুহুল আমিন রাইদী
রাতের বেলা প্রভু আমার
নিদ্রা যখন আসে
তোমার রহম যেন আমার
আসে তবু পাশে।
করল তিনি রাত্রি সৃজন
বান্দা তোমার তরে
দিনে বেলায় খেটে যেন
রাত্রি ঘুরের ঘরে।
যিনি দিল ভোরের আলো
দিল হিমের বাতাস
ঘুম থেকে উঠে এবার
হওনা যেন হতাশ।
সৃষ্টি কূলে সৃষ্টি যিনি
তিনি হলেন রব
দিনের বেলায় বান্দা যেন
করে অনুভব।