কাজিরবাজার ডেস্ক :
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরণের সহিংসতার দুঃসাহস দেখালে দ্রুত সেসব মোকাবেলায় প্রস্তুত র্যাব। ভোটের মাঠে এই এলিট ফোর্সটির ১০ হাজার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া গুজব ঠেকাতে ‘সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার’ নামে একটি ফেসবুক পেইজ খুলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
র্যাব ডিজি বলেন, ‘ভোটের মাঠে ১০ হাজার র্যাব সদস্য নিয়োজিত থাকবেন। নিরাপত্তার জন্য দেশজুড়ে ৫৭টি বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। দেশের যেকোনো প্রান্তে যেকোনো ধরনের সহিংসতা রোধ বা অন্য জরুরি প্রয়োজনে যেতে র্যাবের দুটি হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে হেলিকপ্টার দুটি ব্যবহারের অনুমতি নেয়া হয়েছে। সেনাবাহিনীর দুটি হেলিকপ্টারও স্ট্যান্ডবাই হিসেবে থাকবে।’
‘এছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে কালো টাকার ব্যবহার বন্ধে নজরদারি করছে র্যাব। কেউ গোপনে ভোটারদের মধ্যে সেসব বিতরণের চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে র্যাব সদস্যরা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন। রিটার্নিং কর্মকর্তা যেভাবে বলবেন, সে অনুসারে কাজ করবেন তারা।’
কোথাও ধ্বংসাত্মক কোনো ঘটনা ঘটলে এ সংক্রাস্ত কোনো তথ্য থাকলে অথবা গ্রাম বা শহরে যেকোনো জায়গায় অপরিচিত কাউকে দেখলে র্যাবকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া কোনো বাহিনীর পরিচয় দিয়ে কেউ যদি কারও কাছ থেকে টাকা চায়, তাহলে সঙ্গে সঙ্গে র্যাবকে জানানোর পরামর্শ দেন সংস্থাটির ডিজি।
গুজব নিয়ন্ত্রণে বিশেষ ফেসবুক পেজ
বেনজির বলেন, ‘নির্বাচনে সাইবার ওয়ার্ল্ডে একটি স্বার্থান্বেষী মহল ফায়দা লুটার চেষ্টা করছে। তাই গুজব নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, মিথ্যা তথ্যের প্রচার নিয়ন্ত্রণে সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার নামে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে।’
‘জনমনে কোনো নিউজ নিয়ে শঙ্কা তৈরি হলে সেটি আমাদের এই ফেসবুক পেজে দিলে, তাৎক্ষণিক যাচাই করে সত্য সংবাদটি জানানো হবে। এ জন্য র্যাব কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করবে।’
র্যাবের প্রধান বলেন, ‘আমরা দেখেছি কেউ কেউ কোটি কোটি টাকা খরচ করে রাষ্ট্রের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে। সেগুলো রুখতেই আমাদের এই উদ্যোগ।’
রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে গ্রহণ করা হবে ভোট। এ উপলক্ষে পুলিশ, বিজিবি ও আনসারের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও নিরাপত্তামূলক নানা পদক্ষেপ নেয়া হয়েছে।