কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র ২ দিন। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এবার দেশের ৩০০টি আসনে ১০ কোটির বেশি ভোটার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।
আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে এখনই জেনে নিতে পারেন কোন ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন।
প্রথম ধাপ : অনলাইনে ভোট কেন্দ্রের তথ্য জানতে প্রথমেই services.nidw.gov.bd/voter_centerএই ঠিকানায় প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপ : নির্ধারিত ফরমের প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখুন। জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার লিখুন। দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ লিখুন। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যা গুলো তৃতীয় বক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করুন।
সঠিক ভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর ফরমের নিচেই আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নাম্বার দেখতে পাবেন।