হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে স্বামীর কুড়ালের আঘাতে রুপিয়া আক্তার (৪০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে রিচি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এছাড়াও এ ঘটনায় স্বামী রঙ্গু মিয়াকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডের থানার থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, প্রায় ২০ বছর পূর্বে রিচি গ্রামের মৃত রজব আলীর কন্যা রুপিয়াকে পারিবারিকভাবে বিয়ে করে একই গ্রামের আইড়াকোনা বন্দের বাড়ির মৃত হরমুজ আলীর পুত্র রঙ্গু মিয়া। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ৩টি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করে। প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে তাদের কথাকাটাকাটি হতো। বুধবার রাতেও পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রঙ্গু মিয়া উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে তার স্ত্রীর ঘাড়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুপিয়া। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, রুপিয়ার স্বামী রঙ্গু মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।