সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, আমরা আগেই বলেছিলাম এদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ট, নিরপেক্ষ হওয়ার নজির পূর্বে ছিল না, এবার নিরপেক্ষ নির্বাচন হয়ে তা জনগন বিশ্বাস করবেনা। তারপরও সরকারের কাছে সুযোগ এসেছিল একটি সুষ্ট, নিরপেক্ষ নির্বাচন করার, কিন্তু বর্তমান পরিস্থিতি, বিরোধী দলের প্রার্থী ও প্রচারণাকারীদের হামলা সেই সুযোগকে নষ্ট করে দিচ্ছে। এখন যে সময় আছে নির্বাচন কমিশন ও সরকার বিতর্ক না করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। না হয় দেশ এক কঠিন পরিস্থিতির দিকে যাবে।
প্রণব জ্যোতি পাল ২১ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে নগরীর ৯নং ও ৮ নং ওয়ার্ডে গণসংযোগ কালে উপরোক্ত কথা বলেন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিঠির আহবায়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্ট জেলার সদস্য মামুন ব্যাপারী , চারণ জেলার সসদ্য সুমন আহমদ, চা শ্রমিক ফেডারেশনের নেতা সুরন্জিত মুদি, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসাইন, সন্জিত শর্মা প্রমুখ। বিজ্ঞপ্তি