মো: ফয়সাল আহমেদ
অপেক্ষার প্রহর আমার
জানি না কী হবে শেষ
কেন আমার জীবনে এলে
একাই একাই ছিলাম বেশ
তবুও আজো থাকি চেয়ে
জানি তুমি আসবে ফিরে
হয়ত আমি থাকব না ভবে
সেদিন আমি যাবো মরে।
পৃথিবীতে আজ আমি
শান্ত একটি ছেলে
জানি না কী কারণ তার
কেন তুমি চলে গেলে
ভুল হয়তো করেছি আমি
না জেনে তোমায় ভালবেসে
প্রথম থেকে আমি একা
শুন্যতার বিকেল শেষে।
অনেক বার বলেছি আমি
ভালবাসি তোমায় কতটা
তুমার সাথে হাটতে চাই
অচেনা সেই পথটা।
কেন তুমি চলে গেলে
আমায় ছেড়ে দূরে বেশ
অপেক্ষার প্রহর আমার
জানি না কী হবে শেষ।