উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট বুযুর্গ শামছুল উলামা হযরত ফুলতলী (র.)-এর ৭ম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল আগামী ১৫ জানুয়ারী, বৃহস্পতিবার জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেব বাড়িতে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিতব্য মাহফিলে সমবেতদের উদ্দেশ্যে তা’লীম ও তরবিয়াত প্রদান করবেন মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদউদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-উলামা, পীর মাশায়িখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ মাহফিলে বয়ান পেশ করবেন। উক্ত ঈসালে সাওয়াব মাহফিল সফল করার লক্ষে মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার বাদ জুম্মা সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য ছাহেবজাদা আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে ও আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঈসালে সাওয়াব মাহফিল সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, রাখালগঞ্জ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সৎপুর কামিল মাদ্্রাসার মুহাদ্দিস মাওলানা ছালিক আহমদ, আনজুমানে আল ইসলাহর উপদেষ্টা হাফিয মহসিন খান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ শেখ মকন মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ তোরণ মিয়া, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন, হাফিয নজীর আহমদ হেলাল।
এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, সিলেট মহানগর সভাপতি মো: শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য হাফিজ মনজুর আহমদ, মাওলানা জিল্লুর রহমান, বিশ্বনাথ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বশির মিয়া, মাওলানা আব্দুল ওয়াদুদ যুক্তিবাদী, নর্থইস্ট ইউনিভার্সিটির লেকচারার নোমান আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ উদ্দিন, সহ অফিস সম্পাদক আখতার হোসেন জাহেদ, আল ইসলাহ নেতা মাওলানা ছালেহ আহমদ, মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, হাফিয তরিকুল ইসলাম তোফা, মাওলানা মুজাহিদ উদ্দিন, মাওলানা আজিজ আহমদ, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, মাওলানা মনির উদ্দিন, মাওলানা আব্দুর রব, মাওলানা সৈয়দ কুতবুল আলম, শাহজালাল লতিফিয়া কমপ্লেক্স সিলেট এর প্রিন্সিপাল মাওলানা ইমরান উদ্দিন চৌধুরী, মাওলানা লুৎফুর রহমান সিরাজী, মাওলানা মতিউর রহমান মারজান, মাওলানা জইন উদ্দিন, তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, সিলেট পশ্চিম জেলা সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি ওসমান গণি, মৌলভীবাজার জেলা সভাপতি কাওছার আহমদ, শাবিপ্রবি সভাপতি দুলাল আহমদ, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি আব্দুল মুহিত রাসেল, সুনামগঞ্জ জেলা সভাপতি মুহবুর রহমান আখতার প্রমুখ। বিজ্ঞপ্তি