নভেম্বর ২০১৭ইং হতে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে ফেইসবুক এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এবং ব্যবসার ক্ষেত্রে প্রচারণা সহায়তা ইত্যাদি বিষয়ে বাংলাদেশ আইসিটি বিভাগ এর সহযোগিতায় এবং মাল্টিমিডিয়া কনটেন্ট এবং কমিউনিকেশনস (এমসিসি), আইসিটি ডিভিশন‘স লেভারজিং আইসিটি ফর গ্রোউথ, এমপ্লোয়েমেন্ট এন্ড গভরনেনস্ (এলআইসিটি) প্রোগ্রাম এর অংশীদারীত্বে ফেইসবুক সারা বাংলাদেশে দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকথায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) উদ্যোগে শনিবার বারুতখানাস্থ সিলেট ফুড প্যালেস রেস্তোরাঁর এর হল রুমে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, এসএমসিসিআই এর প্রতিষ্ঠাতা পরিচালকও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল, এসএমসিসিআই এর প্রতিষ্ঠাতা পরচিালক মোয়াম্মীর হোসেন চৌধুরী এবং এমসিসিআই এর কর্তৃপক্ষ। প্রশিক্ষণ প্রদান করবেন সায়মা ফারহানা, রায়হান রাজ এবং মো: সাইফুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন-মো: এবাদুর রহমান, সুমতি কর্মকার, কামরুল খান, আল-অমিন, নুর-আলম জুয়েল, সিব্বির আহমদ ওসমানী, সায়মা খানম, হাসনাত জাহান, এস এম সামুদুর রহমান, মোহাম্মদ সোহাগ, বোরহান আহমদ, সাকিল আহমদ, মাসুদুল ইসলাম, তানুন খাঁন, মাহবুবুর রহমান রিপন, কে,এ কিবরিয়া চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান, মো: জাকারিয়া ইমতিয়াজ, মো: সিপন খাঁন, সাদেকুর রহমান, মো: নুরুল আমিন, মোহাম্মদ আশিক উদ্দিন, মো: মাযহারুল ইসলাম খাঁন টিপু, কবির আহমদ, ইকবাল, রুয়েল, জাকির চৌধুরী, মো: ইমরান হোসেন চৌধুরী, জাবেদ আল শাহরিয়ার, মো: জাহাঙ্গীর হোসেন মো: শফিক মিয়া, আব্দুল্লাহ হারুন, মোয়াম্মীর হোসেন চৌধুরী, মো: মনিরুল হক জাকী, ফাইয়াজ তালুকদার, মেহজাবীন আরিফীন, সালাউদ্দি শাহরিয়ার, প্রদব বৈদ্য, রেজাউল করিম, আবু কালাম আজাদ, রায়হানুজ্জামামান শিবলী, হাসান শাহরিয়ার, আয়েশা আক্তার, দিলরুবা খাতুন, আলাউদ্দিন আল আজাদ, রিপন রঞ্জন সংকর, সোহাগ চন্দ্র দে, আব্দুল্লাহ তৈয়ব, অর্ফন পাল, সুহেল আহমদ, নেসার আহমদ জামাল, ফারদীন হাসান রাফী, মো: মঈনুল ইসলাম মঈন, মো: আব্দুল কাইয়ুম নাসিম, এনায়েতুর রহমান মাহীর, সাদীয়া আজিজ চৌধুরী, সাইদুল করিম, ফরহাদ আহমদ, মো: সাদিকুর রহমান, জুবায়ের আহমদ চৌধুরী, মিজানুর রহমান, ইফতেখার আলম, আব্দুল লতিফ ইকবাল, খাইরুন নেছা, রহিমা বানু, খায়রুন্নিসা, আব্দুল লতিফ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণ বিষয় প্রশ্নত্তোর পর্বে ৭ (সাত) জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি