গোলাম আযম জানুয়ারি ২৯, ২০২২ 24 Facebook Twitter Pinterest WhatsApp ধূলিকণা : পথের ধারে ধূলিকণা ভেবে করে ভুল, ধূলোর মাঝে থাকতে পারে অমূল্য অতুল। ধূলোর মাঝে দাঁড়িয়ে যায় উঁচু করে শীর, কাঙ্খিত মঞ্জিলে চলে সে বিজয়ী বীর। ধূলিকণা কাউকে ভেবে করো না হেয়, গুনগুলো তার ভালো দেখে কাছে টেনে নিও।