স্টাফ রিপোর্টার :
নগরীর তালতলায় আবারও অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করেছে র্যাব-৯’র সদস্যরা। গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদেরকে আটক করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কোতোয়ালী থানার তালতলা চন্দ্রিকা মার্কেটের ভিতরে উত্তর পাশের দোকান ঘর থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃত জুয়াড়ীরা হচ্ছে- সুনামগঞ্জের জগন্নাথপুরের বর্তমানে নগরীর শিবগঞ্জ সেনপাড়ার বাসিন্দা চান মিয়া (৪৪), জালালাবাদ থানার ফতেপুর গ্রামের মো. ফাহাদ মিয়া (২৭), সুনামগঞ্জের দিরাই থানার বর্তমানের নগরীর বাঘাবাড়ী চমির উদ্দিন এর বস্তি, বর্ণমালা সিটি একাডেমির পাশের বাসিন্দা মো. রোকন আহমদ (২৮), দক্ষিণ সুরমা লালাবাজারের বিল্লাল মিয়া (৪২), সুনামাগঞ্জ দোয়ারাবাজারের বর্তমানের নগরীর জল্লারপার এলাকার বাসিন্দা টিটু আহমেদ (২৭), সুনামগঞ্জ সদও থানার বর্তমানে আখালিয়া বড়বাড়ির বাসিন্দা মো. শাহিন মিয়া (২৪), হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানার বর্তমানের লামাবাজার বিলপাড়ের বাসিন্দা বাবুল দেব (৩৫), সুনামগঞ্জের দিরাই থানার বর্তমানে তারাপুর চা বাগান এলাকার বাসিন্দা সুভাস দে (৩৫), সুনামগঞ্জের ছাতক থানার বর্তমানে জল্লারপারের বাসিন্দা কামরুল হক (২৫), নগরীর দক্ষিণ সুরমা ভার্থখলার মো. শাহীন ইসলাম (২২), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার বর্তমানে নগরীর শিববাড়ী আতিয়া মহলের বাসিন্দা শামিম আহম্মেদ (২৬), সুনামগঞ্জের সদর থানার বর্তমানে সোবহানীঘাটের বাসিন্দা মো. ইয়াছিন মিয়া (২১), নগরীর চাঁদনীঘাট ঝালোপাড়ার তারিক আহমেদ (২৭), নগরীর সোবহানীঘাট চালিবন্দরের বাসিন্দা গৌতম দেব (৪২)। উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।