রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে সিসিকে মতবিনিময় ও অনুদান প্রদান

4

 

সিলেট একটি আধ্যাত্মিক নগর। পূন্যভ‚মি সিলেটের রয়েছে শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও যথাযথ মর্যাদায় সিলেট মহানগরে রথযাত্রার আনুষ্ঠানিকতা পালনে নগরবাসির সহযোগিতা কামনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার দুপুরে নগর ভবনে সিলেট মহানগরে রথযাত্রা উদযাপনকারী মন্দির-এর পরিচালক-সেবাইতগণের সাথে মতবিনিময় সভা ও অনুদান বিতরণী অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ধর্মীয় ভাবগাম্ভির্য বজায় রেখে রথযাত্রার আনুষ্ঠানিকতায় সকলকে দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহবান জানান। সভায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির ২২ টি মন্দিরের পরিচালক ও সেবাইতগণ উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রথযাত্রা উদযাপনকারী মন্দির সমূহের পরিচালক ও সেবাইতগণের হাতে অনুদান তুলে দেন মেয়র আরিফুল হক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সচিব ফাহিমা ইয়াসমিন, হিসাবরক্ষন কর্তকর্তা আব্দুল হামিদ, মেয়রের একান্ত সহাকারি সচিব মো. সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারি মুহিবুল ইসলাম ইমন ও মুহাইমিন চৌধুরী।