মিসবাহ উদ্দিন জামিল
দেশের তরে করলো যারা
জীবনটাকে বাজি,
কেউ বা হলো শহীদ এবং
কেউ বা হলো গাজী।
একাত্তরে বীর সেনানি
যায়নি কভু থেমে,
অস্ত্র হাতে নিয়েছিলো
মাতৃভূমির প্রেমে।
বুকের তাজা রক্ত দিয়ে
দেশকে স্বাধীন করে,
শ্রদ্ধার সাথে বাঙালিরা
তাই তো তাদের স্মরণ করে।
সবার মনে থাকবে তারা
স্মরণীয় হয়ে,
স্বাধীনতা পেলাম তাদের
জীবনের বিনিময়ে।